odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 26th November 2025, ২৬th November ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন শুরু ২৭ নভেম্বর, শেষ ১৭ ডিসেম্বর। থাকছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ। ইউনিটভিত্তিক যোগ্যতা, ফি, পরীক্ষা তারিখসহ বিস্তারিত জানুন।

কুবি ভর্তিতে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ! আবেদন শুরু ২৭ নভেম্বর—জেনে নিন সব নিয়ম একসাথে”

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২৫ ০০:০৩

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২৫ ০০:০৩

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

কুমিল্লা, ২৫ নভেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছরও শিক্ষার্থীদের জন্য রয়েছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। আবেদন শুরু হবে ২৭ নভেম্বর, চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারিত হয়েছে ১,০০০ টাকা

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


কারা আবেদন করতে পারবেন?

বিজ্ঞপ্তি অনুযায়ী—

  • এইচএসসি/সমমান: ২০২৪ ও ২০২৫ সালের শিক্ষার্থীরা
  • এসএসসি/সমমান: ২০২১, ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনযোগ্য

ইউনিটভিত্তিক যোগ্যতা

‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল)

  • এসএসসি + এইচএসসি মোট জিপিএ: ন্যূনতম ৭.০০
  • পৃথক জিপিএ: ৩.০০ করে

‘বি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন)

  • মানবিক: ৬.০০
  • বিজ্ঞান: ৬.৫০
  • ব্যবসায় শিক্ষা: ৬.০০

‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা)

  • ব্যবসায় শিক্ষা: ৬.০০
  • বিজ্ঞান: ৬.৫০
  • মানবিক: ৬.০০

‘ও’ ও ‘এ’ লেভেল যোগ্যতা

  • O-level: ৫টি বিষয়ে উত্তীর্ণ
  • A-level: ২টি বিষয়ে উত্তীর্ণ
  • মোট ৭ বিষয়ে কমপক্ষে ৪টিতে ‘বি’ গ্রেড আবশ্যক

অতিরিক্ত শর্ত

  • এসএসসি ও এইচএসসি– উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.০০ (চতুর্থ বিষয়সহ)
  • ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে চাইলে অনলাইন আবেদনে অপশন সিলেক্ট করতে হবে

পরীক্ষার তারিখ

  • ‘এ’ ইউনিট: ৩০ জানুয়ারি ২০২৬
  • ‘বি’ ও ‘সি’ ইউনিট: ৩১ জানুয়ারি ২০২৬

শাহরিয়ার হাসান জুবায়ের



আপনার মূল্যবান মতামত দিন: