নিজস্ব প্রতিবেদক | বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫
মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোশকে (Fatima Bosch) নিয়ে অনলাইনে চলা তীব্র সমালোচনা ও ঘৃণাত্মক মন্তব্যের বিরুদ্ধে অবশেষে মুখ খুলল মিস ইউনিভার্স ইন্ডিয়া অর্গানাইজেশন।
সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, একজন বিজয়ীকে নিয়ে এ ধরনের ‘ভিত্তিহীন ও আঘাতমূলক’ আচরণ কোনোভাবেই কাম্য নয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মিস ইউনিভার্স ইন্ডিয়া অর্গানাইজেশনের ন্যাশনাল ডিরেক্টর নিখিল আনন্দ ইনস্টাগ্রামে এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে এই বার্তা দেন।
কী বলছে মিস ইউনিভার্স ইন্ডিয়া?
মিস ইউনিভার্স ২০২৫-এর আসর শেষ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা বিতর্ক। বিশেষ করে মেক্সিকান সুন্দরী ফাতিমা বোশের বিজয়কে অনেকেই সহজভাবে নিতে পারেননি। তার বিরুদ্ধে ‘রিগিং’ বা ফলাফলে কারচুপির অভিযোগ তুলে অনলাইনে চলছে ব্যাপক ট্রোলিং।
এর জবাবে নিখিল আনন্দ বলেন, “আমাদের নতুন মিস ইউনিভার্সের প্রতি যে পরিমাণ ঘৃণাত্মক মন্তব্য করা হচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক। একজন তরুণী যিনি তার স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকে এভাবে অনলাইনে হেনস্তা করা মেনে নেওয়া যায় না। ঘৃণা ছড়িয়ে কখনোই সঠিক কিছু অর্জন করা সম্ভব নয়; এটি কেবল মানুষের মনোবল ভেঙে দেয় এবং একটি উদযাপনের মুহূর্তকে কলঙ্কিত করে।”
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দিনশেষে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি সকলকে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিতর্কের নেপথ্যে কী?
এবারের মিস ইউনিভার্স আসরটি ছিল ঘটনাবহুল। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মেক্সিকোর ফাতিমা বোশ বিজয়ী হওয়ার পর থেকেই অভিযোগ ওঠে, আয়োজকদের একাংশ তাকে অন্যায্য সুবিধা দিয়েছে। এছাড়া প্রতিযোগিতার এক পর্যায়ে থাই ডিরেক্টর নাওয়াত ইটসারাগ্রিসিলের সঙ্গে ফাতিমার বাকবিতণ্ডা এবং পরবর্তীতে অন্যান্য প্রতিযোগীদের মঞ্চ ত্যাগের ঘটনাও ভাইরাল হয়। এই সব মিলিয়েই নেটিজেনদের একাংশ ফাতিমার বিজয়কে প্রশ্নবিদ্ধ করে অনলাইনে আক্রমণ চালাচ্ছিলেন।
ভারতের অর্জন
এবারের মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন মনিকা বিশ্বকর্মা (Manika Vishwakarma)। তিনি সেরা ৩০-এ (Top 30) জায়গা করে নিলেও চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারেননি। ভারতের এই ফলাফলের পর মিস ইউনিভার্স ইন্ডিয়া অর্গানাইজেশন এখন ভবিষ্যতের দিকেই মনোযোগ দিতে চাইছে।

আপনার মূল্যবান মতামত দিন: