odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 27th November 2025, ২৭th November ২০২৫

BMU ভবনে আগুন প্রায় নিয়ন্ত্রণে, ধোঁয়া কমছে—ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেট

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২৫ ২৩:৫৯

নগর প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU)–এর ভবনে লাগা আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে তৎপরতার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুনের মূল অংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন—
“আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। ভবনের ভেতরে ধোঁয়া কমে এসেছে। তল্লাশি ও কুলিং–ডাউন অপারেশন চলছে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • ভবনের ভেতর আটকে থাকা কেউ আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি করা হচ্ছে
  • অতিরিক্ত নিরাপত্তা তৎপরতার অংশ হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত আছে
  • আগুন লাগা ফ্লোরে বৈদ্যুতিক লাইন সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে
  • আশপাশের এলাকায় ধোঁয়া কমে আসায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে

আগুনের উৎস এখনও অজানা

ফায়ার সার্ভিস বলেছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের মাধ্যমে আগুনের উৎস চিহ্নিত করা হবে।


BMU


আপনার মূল্যবান মতামত দিন: