রিপোর্ট:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU) কর্তৃক প্রদত্ত 'DRU বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025' অর্জন করেছেন চ্যানেল 24-এর সাংবাদিক ইমদাদ হক।
এই পুরস্কার প্রাপ্তির পর পরই তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ পোস্ট শেয়ার করেন। পুরস্কারের ছবি সংযুক্ত করে ইমদাদ হক লেখেন: "Footsteps left just before leaving." (চলে যাওয়ার ঠিক আগে রেখে যাওয়া পদচিহ্ন)।
তাঁর এই ক্যাপশনটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই 'চলে যাওয়া' বলতে পেশাগত পরিবর্তনের ইঙ্গিত নাকি কেবল একটি কর্মবর্ষের সফল সমাপ্তি – তা নিয়ে তাঁর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে কৌতূহল সৃষ্টিহ হয়েছে।
সাংবাদিকতা পেশায় ইমদাদ হক তাঁর বস্তুনিষ্ঠ ও সাহসী রিপোর্টিংয়ের জন্য সুপরিচিত। তাঁর এই সম্মাননা তাঁর পেশাগত দক্ষতারই স্বীকৃতি। ডিআরইউ থেকে এই বিশেষ রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করায় তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
'চলে যাওয়ার ঠিক আগে রেখে যাওয়া পদচিহ্ন' – এই উক্তিটি তাঁর সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকল।

আপনার মূল্যবান মতামত দিন: