odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

ঢাকা-০৪ হবে শান্তি–নিরাপত্তার মডেল এলাকা—প্রতিশ্রুতি জামায়াতের প্রার্থী জয়নুল আবেদিনের

odhikarpatra | প্রকাশিত: ২৮ November ২০২৫ ২০:১৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ November ২০২৫ ২০:১৩

নগর প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

তারিখ: ২৮ নভেম্বর ২০২৫

রাজধানীর ঢাকা-০৪ এলাকায় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে ব্যাপক পদযাত্রার আয়োজন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জয়নুল আবেদিন। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় ধোলাইপাড় মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রা ঢাকাম্যাচ এলাকায় গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অংশ নেওয়া বিপুল সংখ্যক নেতা–কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় এমপি প্রার্থী জয়নুল আবেদিন বলেন,
“ঢাকা-০৪ হবে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের মডেল। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করাই আমার অঙ্গীকার।”

ঢাকা-৪ নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম জীবন বলেন,
“এই পদযাত্রা আমাদের ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। জনগণ এখন পরিবর্তন চায়—এটাই আমাদের বড় শক্তি।”

জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন এবং নির্ধারিত সময় শেষে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: