odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th November 2025, ২৯th November ২০২৫

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগে সরকার; দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ২৮ November ২০২৫ ২১:০২

odhikarpatra
প্রকাশিত: ২৮ November ২০২৫ ২১:০২

বিস্তারিত সংবাদ

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অগ্রগতির খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রেস বার্তায় বলা হয়, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”

গণতান্ত্রিক উত্তরণের এ গুরুত্বপূর্ণ সময়ে খালেদা জিয়াকে জাতির জন্য অনুপ্রেরণাদায়ী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসায় সর্বোচ্চ সমন্বয় এবং সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।”

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে দুপুরে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বহু দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর একাধিকবার শারীরিক জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: