ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র | ২৯ নভেম্বর ২০২৫
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে সংঘটিত গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় (Asylum) আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে ।
যুক্তরাষ্ট্রের অভিবাসন সেবা সংস্থা –এর পরিচালক জোসেফ এডলো জানান,
“প্রত্যেক বিদেশিকে সর্বোচ্চ মাত্রায় যাচাই ও স্ক্রিনিং নিশ্চিত না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।”
এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ‘তৃতীয় বিশ্বের দেশগুলো’ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেন। তবে কোন কোন দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
বুধবারের ওই গুলির ঘটনায় একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করেছে মার্কিন কর্তৃপক্ষ।
প্রথম সিদ্ধান্তটি আফগান আশ্রয়প্রার্থীদের লক্ষ্য করে নেওয়া হলেও পরে এটি সব দেশের আশ্রয় আবেদনকারীদের জন্য প্রযোজ্য করা হয়েছে। মার্কিন গণমাধ্যম –এর বরাতে জানা গেছে, –এর অধীন USCIS–কে নতুন করে কোনো আশ্রয় আবেদন অনুমোদন, বাতিল বা বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আবেদন যাচাই ও ফাইল প্রস্তুতের কাজ চালু থাকবে—শুধু চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
“যুক্তরাষ্ট্রের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনে আমরা অভিবাসন পুরোপুরি বন্ধ করব।”
অন্যদিকে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছে, এমন পদক্ষেপ আন্তর্জাতিক শরণার্থী আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আপনার মূল্যবান মতামত দিন: