আন্তর্জাতিক প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
গাজায় ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানি দিনের পর দিন বাড়ছেই। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসী হামলায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। যদিও এক মাস ধরে ঘোষিত অস্ত্রবিরতি কার্যত নামমাত্র—মাঠে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ গাজার বানী সুহেইলায় শনিবারের ড্রোন হামলায় আরও নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু ঘটেছে।
ইসরায়েলি ড্রোনের এ হামলায় বেসামরিক লোকজনসহ শিশু হতাহত হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। Al Jazeera জানিয়েছে, সংঘাতবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর স্থল ও আকাশপথে আক্রমণ এখনো অব্যাহত। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা নগরীতে খাবার সংগ্রহ করতে যাওয়া শিশুদের জীবনও রয়েছে চরম ঝুঁকির মধ্যে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭০,১০০-এর বেশি মানুষ নিহত এবং ১,৭০,৯০০-এর বেশি আহত হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায়। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র—কোনো স্থানই নিরাপদ নয়। মানবিক সহায়তার ঘাটতি, খাদ্য সংকট এবং চিকিৎসা–পরিসেবার অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, অব্যাহত এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধবিরতির স্পিরিটের স্পষ্ট লঙ্ঘন। পরিস্থিতি থামাতে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মূল্যবান মতামত দিন: