odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 1st December 2025, ১st December ২০২৫
সাইবার নিরাপত্তা ঝুঁকি ও ‘হানি পট’ হামলার আশঙ্কায় সিনিয়র কর্মকর্তাদের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিষিদ্ধ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সরকারি যোগাযোগে এখন আইফোনই বাধ্যতামূলক।

অ্যান্ড্রয়েড নিষিদ্ধ, আইফোন বাধ্যতামূলক: সাইবার হামলার আশঙ্কায় কঠোর সিদ্ধান্ত ইসরায়েলি সেনাবাহিনীর

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৫ ১৪:২৬

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৫ ১৪:২৬

তেল আবিব, ইসরায়েল | ৩০ নভেম্বর ২০২৫

মূল তথ্য/দাবিসমূহ:

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) নিরাপত্তাজনিত কারণে সিনিয়র কর্মকর্তাদের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, লেফটেন্যান্ট কর্নেল ও তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তারা এখন থেকে কেবল আইফোন ব্যবহার করতে পারবেন সরকারি যোগাযোগের ক্ষেত্রে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া তথাকথিত ‘হানি পট’ সাইবার হামলা, যার মাধ্যমে সেনাসদস্যদের স্মার্টফোনে ভুয়া অ্যাপ বা আকর্ষণীয় কনটেন্ট ব্যবহার করে ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। এসব হামলার মাধ্যমে সেনাদের অবস্থান, যোগাযোগ এবং স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে।

 

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:

ইসরায়েলের আর্মি রেডিও ও জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, সিনিয়র কর্মকর্তাদের হ্যান্ডসেটে অনুপ্রবেশের ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক সূত্র জানায়, চলমান হামাস সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মোবাইল নিরাপত্তা এখন একটি ‘অত্যন্ত গুরুতর বিষয়’।

উল্লেখ্য, সম্প্রতি গুগল তাদের পিক্সেল ফোনকে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইনফরমেশন নেটওয়ার্ক (DoDIN)-এর অনুমোদন তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলেও, ইসরায়েলি সামরিক বাহিনীর এই সিদ্ধান্ত অ্যান্ড্রয়েড নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

 

 

হানি পট সাইবার হামলা আতঙ্ক: অ্যান্ড্রয়েড বাদ, আইফোনেই ভরসা করছে ইসরায়েলি



আপনার মূল্যবান মতামত দিন: