odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল: ‘অবিভাবককে ফিরে পেতে চাই

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

odhikarpatra | প্রকাশিত: ২ December ২০২৫ ১৭:৫০

odhikarpatra
প্রকাশিত: ২ December ২০২৫ ১৭:৫০

সম্পূর্ণ প্রতিবেদন: অধিকারপত্র ডটকম 

কুবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আশু সুস্থতা কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজনের মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের 'দেশনেত্রী'র জন্য দোয়া করেন।

মাহফিলে উপস্থিতি
দোয়া মাহফিলে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাগর।

ছাত্রদল নেতৃবৃন্দের বক্তব্য
কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, "এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেন। ওনার প্রতিষ্ঠার কারণে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটি বহন করতে পারছি।"


তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, "ওনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যে যেখানে আছি সবাই উনার জন্য দোয়া করি উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।"
শুভ আরও বলেন, "উনি শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অবিভাবক। উনার অনুপস্থিতিতে দেশে যে অরাজকতা সৃষ্টি হবে তা যেন তৈরি না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবকে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দোয়াই করি।"


এদিকে, কুবি শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, "আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। তার জন্য আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই। আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে এবং প্রত্যাশা করি সবাই সবার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।"

উনি শুধু প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের একমাত্র অভিভাবক’: বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের বিশেষ দোয়া মাহফিল



আপনার মূল্যবান মতামত দিন: