ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-বিজ্ঞান অনুষদের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। ডিনস অ্যাওয়ার্ড আয়োজক কমিটির আহ্বায়ক ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন—
- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মো. লতিফুর রহমান সরকার
- ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ইউনুস আহমদ খান
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ বছর ভূ-বিজ্ঞান অনুষদের দুইজন শিক্ষক ও চারজন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড, এবং দুইজন শিক্ষার্থীকে আর্টিকেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি প্রেরণে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

আপনার মূল্যবান মতামত দিন: