জাতীয় প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
নতুন বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়ানো নিয়ে যে বৈরি পরিবেশ তৈরি হয়—তা থেকে সাধারণ ভাড়াটিয়াকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি বাড়িমালিকদের প্রতি কোনো অবস্থাতেই বাড়িভাড়া বৃদ্ধি না করার অনুরোধ জানায়।
বিএমও নেতারা বলেন, বছর এলেই ভাড়াটিয়া–বাড়িমালিকের সম্পর্ক অকারণে তিক্ত হয়ে ওঠে, যা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়—বরং সামাজিক অশোভনতা ও আত্মবিরোধের জন্ম দেয়। এ বৈষম্যের অবসানে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারভিত্তিক হস্তক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধনে অতিরিক্ত ভাড়া বন্ধের জোর দাবি
সৈয়দ আখতার সিরাজীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, ওয়াজেদ রানা প্রমুখ। সঞ্চালনা করেন মেস সংঘের মহাসচিব ও ডিএসসিসি নির্বাচনে দু’বারের মেয়র প্রার্থী আয়াতুল্লাহ আকতার।
বক্তারা বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও দেশের বহু মানুষ গৃহহীন; শহরে ভাড়া বাসায় থাকা লাখো মানুষ বাড়িভাড়ার যন্ত্রণায় অতিষ্ঠ। অতিরিক্ত ভাড়া বৃদ্ধি বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন জরুরি।
হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন দাবিতে সরব
জনস্বার্থ মামলার তথ্য উল্লেখ করে বক্তারা বলেন—হাইকোর্টের রায়ে বাড়িভাড়া নিয়ন্ত্রণের নির্দেশনা থাকলেও তা পূর্ণ বাস্তবায়িত হয়নি। আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদের সূত্র উল্লেখ করে জানানো হয়, রায় হওয়ার পর একজন বিচারপতি ইন্তেকাল করায় মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয় এবং বর্তমানে শুনানির তালিকায় নেই। এতে ভাড়াটিয়াদের দুর্ভোগ বাড়ছে।
ভাড়াটিয়াদের আয়ের বড় অংশ যাচ্ছে ভাড়ায়
মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার বলেন, চাকরিজীবী, শ্রমজীবী ও শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে ভাড়াবৃদ্ধির চাপে প্রায়শই মারাত্মক সমস্যায় পড়েন। অনেকের আয়ের বড় একটি অংশ বাড়িভাড়ায় চলে যায়। নতুন বছরে অস্বাভাবিক ভাড়াবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন—
- অযৌক্তিক বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ করতে হবে
- হাইকোর্টের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে
- বাড়িমালিক–ভাড়াটিয়ার সুসম্পর্ক রক্ষায় আইন প্রয়োগ জরুরি
মেস সংঘকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির দাবি
মানববন্ধনে মেস সংঘের প্রতিষ্ঠাকালীন ১৩ দফা দাবি লিফলেট আকারে বিতরণ করা হয়। এর মধ্যে চাকরির কোটা সংস্কার নিয়ে জুলাই বিপ্লবের সফলতা স্মরণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিস্তৃত হলে সেখানে মেস সংঘের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: