odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে বাসচাপায় ইজিবাইকের ৫ আরোহী নিহত ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে

ফরিদপুরে ভয়াবহ বাসচাপা: থ্রি হুইলার ইজিবাইকের ৫ আরোহী নিহত, শিশুসহ আহত ৫

odhikarpatra | প্রকাশিত: ৫ December ২০২৫ ১৬:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৫ December ২০২৫ ১৬:৪৮

নিজস্ব প্রতিবেদক, 

 ভাঙ্গা (ফরিদপুর) | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ কমপক্ষে পাঁচজন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদীর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে এখনো নিহতদের নাম–পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি।

⸻ মূল ঘটনা

• ভাঙ্গা থেকে টেকেরহাটগামী অটোরিকশাটিকে টেকেরহাট থেকে আসা ফরিদপুরগামী একটি দ্রুতগতির বাস চাপা দেয়।


• অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।


• আহত পাঁচজনের মধ্যে দুই শিশু রয়েছে; তাঁদের অবস্থাও উদ্বেগজনক বলে জানা যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নুরুন্নার বেগম(৫৫) সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। ও তার মেয়ে রিমু বেগম(৩৫) ও তার শিশু সন্তান রায়হান(৩) এবং একই ঘটনায় নিহত অজ্ঞতনাম(৬৫) আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ মর্ডান পরিবহন ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিংয়ে আসলে বিপরীত দিক ভাঙ্গা থেকে পূর্ব সদরদীর উদ্দেশ্যে ছেড়ে আসা থ্রি হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকের ভেতরে থাকা ৪ জনের লাশ উদ্ধার করি। আহত ৪ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করাই। 

তিনি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিহত ১ জনের পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় পরিচয়ে কাজ চলছে। লাশ হাইওয়ে থানার রয়েছে আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

⸻ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে বাসচাপায় ইজিবাইক ৫ আরোহী নিহত ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। নিহতের নাম–পরিচয় শনাক্তের কাজ চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: