odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

রাবিতে জাতীয় বই কিনি উৎসব: উপাচার্যের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৫ ০০:২৫

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৫ ০০:২৫

 

National Book Festival at Rajshahi University: সম্মেলন ও সম্মাননা দিয়ে শেষ হলো বিশেষ আয়োজন

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শুক্রবার অনুষ্ঠিত হলো ‘জাতীয় বই কিনি উৎসব: জাতীয় সম্মেলন ও সম্মাননা প্রদান ২০২৫’। সকাল ৯টায় রাবি সিনেট ভবনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান,

টিএমএসএস, বগুড়া–এর নির্বাহী পরিচালক হোসনেয়ারা বেগম,

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজশাহী টুকটুক তালুকদার।

‘আরশি ছোট কাগজ’ ও ‘আরশি প্রকাশনা, বগুড়া’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন রাবির পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাবির ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম।
উৎসবে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে ‘জাতীয় বই কিনি উৎসব’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাঠচর্চার প্রসার, সাহিত্যচিন্তার বিকাশ এবং নতুন লেখকদের এগিয়ে নিতে এমন আয়োজন আরো বিস্তৃত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন লেখক, গবেষক ও বইপ্রেমীদের সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আলোচনাসভা, পাঠ বিনিময়, বই প্রদর্শনীসহ বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।

হ্যা

 

 

#রাবি #বইকিনি_উৎসব #রাজশাহী_বিশ্ববিদ্যালয় #CampusNews #OdhikarPatra



আপনার মূল্যবান মতামত দিন: