বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি জানালেন দলের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান—মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পাওয়া মাত্রই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। লন্ডনে উন্নত চিকিৎসার সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে কাতার কর্তৃপক্ষ।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে যাত্রা
এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান,
“ম্যাডামের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই কাতারের রয়েল অ্যাম্বুলেন্স ঢাকা আসবে। সব প্রস্তুত রয়েছে। সিদ্ধান্ত এলেই লন্ডনের উদ্দেশ্যে তাঁকে নেওয়া হবে।”
তিনি আরও বলেন—জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও কাতার কর্তৃপক্ষই করেছে। পুরো বিষয়টি তাদের তত্ত্বাবধানে চলছে।
এখনও ‘ফ্লাই–ফিট’ নন খালেদা জিয়া
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে—
- বিএনপি চেয়ারপারসন এখনো উড়োজাহাজে ভ্রমণের উপযুক্ত নন
- এজন্য লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে
- সাম্প্রতিক পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট প্রতিদিনই খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা
- গত দুই দিনে দু’দফা মেডিকেল বোর্ড বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করেছেন
মেডিকেল বোর্ডের সদস্যদের মতে, উন্নতি হলেও এখনও ঝুঁকি অবশিষ্ট রয়েছে।
হাসপাতালে ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন
২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন।
শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি হাসপাতালে যান ডা. জুবাইদা রহমান। বোর্ডের বৈঠকেও তিনি অংশ নেন।

আপনার মূল্যবান মতামত দিন: