দোহা, ০৬ ডিসেম্বর (অধিকারপত্র আন্তর্জাতিক ডেস্ক): গাজার রাফা ক্রসিংকে ফিলিস্তিনিদের ভূখণ্ড থেকে বিতাড়নের 'প্রবেশদ্বার' হতে দেওয়া হবে না। দোহা ফোরামে দাঁড়িয়ে এই কড়া হুঁশিয়ারি দিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলআতি।
ইসরায়েল এই সপ্তাহে ঘোষণা করেছিল যে তারা গাজা ও মিশরের মধ্যকার রাফা ক্রসিংকে "শুধুমাত্র গাজা উপত্যকার বাসিন্দাদের মিশরে বের হয়ে যাওয়ার জন্য" খুলে দেবে। ইসরায়েলের এই একমুখী ঘোষণা মূলত ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে বিতাড়নের একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে।
মুসলিম বিশ্বের নিন্দা
ইসরায়েলের এই ঘোষণার পরপরই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিন্দা জানায় এবং গত শুক্রবার তারা ফিলিস্তিনিদের তাদের জমি থেকে বিতাড়িত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে অবস্থান নেয়।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী আব্দেলআতি স্পষ্টভাবে জানান, মিশর এই ধরনের একমুখী পদক্ষেপে রাজি নয়। তিনি বলেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং অবশ্যই উভমুখী খোলা রাখতে হবে। তিনি পুনরুল্লেখ করেন, "রাফা কোনোভাবেই স্থানান্তরের (displacement) প্রবেশদ্বার হতে যাচ্ছে না।" এর মধ্য দিয়ে মিশর ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থাকার পক্ষে তাদের কঠোর অবস্থান পুনরায় নিশ্চিত করল।
আলজাজিরার সৌজন্যে
রাফা ক্রসিং নিয়ে মিশরের হুঁশিয়ারি
রাফা ক্রসিং স্থানান্তরের প্রবেশদ্বার হবে না!' ইসরায়েলের গোপন চাল ফাঁস হতেই কড়া হুঁশিয়ারি মিশরের! ফিলিস্তিনিদের ভূখণ্ড ছাড়ার চক্রান্ত বানচাল
হ্যাশট্যাগ: #রাফা_ক্রসিং #মিশর #ইসরায়েল #ফিলিস্তিনি_স্থানান্তর #গাজা #বদর_আব্দেলআতি #দোহা_ফোরাম #মুসলিম_জাতি #ভূখণ্ড_রক্ষা #AdhikarpatraNews #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: