odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় একটি অবৈধ পানশালায় বন্দুকধারীদের গুলিতে শিশুসহ ১২ জন নিহত হয়েছে। আহত ২৫। কেন ঘটল এই হামলা—জানুন বিস্তারিত।

প্রিটোরিয়ায় অবৈধ পানশালায় বন্দুকধারীদের হামলা: শিশুসহ নিহত ১২

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৫ ০৪:০০

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৫ ০৪:০০

প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা | রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চল সাউলসভিলের একটি হোস্টেলে গোপনে পরিচালিত পানশালায় বন্দুকধারীদের নির্বিচারে গুলিতে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৩ বছরের শিশু, ১২ বছরের এক বালক ও ১৬ বছরের এক কিশোরী। আহত হয়েছেন অন্তত ২৫ জন

শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ঘটনার বিবরণ

  • সাউলসভিলে একটি অবৈধ পানশালায় ঢুকে তিনজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে
  • মোট ২৫ জন গুলিবিদ্ধ, এর মধ্যে ১৪ জন হাসপাতালে ভর্তি
  • ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু, পরবর্তীতে হাসপাতালে আরও কয়েকজন মারা যান।
  • নিহতদের মধ্যে শিশু ও কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছে।
  • পানশালাটি গোপনে পরিচালিত একটি অবৈধ বার বলে জানা গেছে।

পুলিশ ও কর্তৃপক্ষের বক্তব্য

পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথে বলেন—
“এটি অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ ঘটনা। সকাল ৬টার দিকে আমরা খবর পাই। তিনজন বন্দুকধারী অবৈধ পানশালায় ঢুকে মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য জানা যায়নি। ঘটনাস্থলে বিশাল অভিযানে নেমেছে পুলিশ।”

তিনি আরও বলেন—
“এ ধরনের অবৈধ পানশালা দক্ষিণ আফ্রিকায় বড় চ্যালেঞ্জ। বেশির ভাগ বন্দুক হামলাই এসব জায়গায় ঘটে থাকে, ফলে সাধারণ মানুষও প্রাণ হারায়।”

 



আপনার মূল্যবান মতামত দিন: