odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 8th December 2025, ৮th December ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসকের ক্ষমা প্রার্থনা, শোকজের জবাব জমা

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৫ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব হাসপাতালে জমা দেন।

ধনদেব চন্দ্র বর্মণ জানান, শোকজ পেয়ে তিনি তা হাতে নিয়ে পর্যালোচনা করেছেন এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, “ডিজি বয়স্ক মানুষ। আমারও বেয়াদবি হয়েছে। তাই আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”

শনিবার সকালে ডিজি আবু জাফর সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শন করেন। এ সময় তিনি কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চাইলে জরুরি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকা ডা. ধনদেবের সঙ্গে তর্কের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্র জানায়, ঘটনাটির পরপরই ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অসদাচরণের অভিযোগে শোকজ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বলেন, “আমরা তাঁকে শোকজ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।”

২০২৩ সালের ৮ আগস্ট থেকে ওয়ান–স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ধনদেব চন্দ্র বর্মণ। চলতি বছরের জুলাইয়ে তিনি সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।



আপনার মূল্যবান মতামত দিন: