ঢাকা, ০৯ ডিসেম্বর (মঙ্গলবার)
মূল ঘটনা
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সায়েন্স ল্যাব এলাকায় ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের খবর পাওয়া গেছে।
মাত্র এক মাস আগে নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীরা ‘শান্তিচুক্তি’ করেছিল। কিন্তু সেই চুক্তির ঠিক একমাসের মাথায় আবারও উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন—
“ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপরই সংঘর্ষ শুরু হয়।”
তিনি আরও জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। আইডিয়াল কলেজ কলাবাগান থানার আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ঠিক কী কারণে নতুন করে সংঘর্ষ শুরু হলো—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পটভূমি ও চলমান প্রভাব
সায়েন্স ল্যাব–নিউমার্কেট–কলাবাগান এলাকাতে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। তারা প্রতিজ্ঞা করেছিল—পুনরায় কোনো ধরনের মারামারিতে জড়াবে না। কিন্তু একমাসের মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

আপনার মূল্যবান মতামত দিন: