ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- পেট্রোবাংলা যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এলএনজি কিনবে।
- প্রতি এমএমবিটিইউ ১০.৩৭ মার্কিন ডলার দরে এলএনজি কেনা হবে।
- এক কার্গো এলএনজি ক্রয়ে মোট ব্যয় হবে ৪৩৬ কোটি ৭ লাখ টাকা।
- শীতকালীন সর্বোচ্চ জ্বালানি চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য
কর্মকর্তারা জানান, শীতকালে গ্যাসের চাপ সামলাতে আগেভাগে এলএনজি আমদানি কৌশলের অংশ হিসেবে এই ক্রয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে।
অন্যান্য অনুমোদন
একই সভায় ‘হাওর এলাকায় ফ্লাইওভার সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর একটি বড় নির্মাণ প্যাকেজ (সুনা/ধর্মপাশা/সিডব্লিউ-৬) অনুমোদনের সুপারিশ করা হয়।
- ব্যয় ধরা হয়েছে ৩৪৭ কোটি ৪৬ লাখ টাকা।
- কাজটি করবে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
- প্রকল্পটি হাওর অঞ্চলের গ্রামীণ যোগাযোগব্যवস্থা ও দুর্যোগ সহনশীলতা উন্নত করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কিওয়ার্ড সাজেশন
এলএনজি ক্রয় বাংলাদেশ, যুক্তরাজ্য এলএনজি, পেট্রোবাংলা গ্যাস আমদানি, সরকারি ক্রয় কমিটি, Total Energies LNG Bangladesh, হাওর উন্নয়ন প্রকল্প, ধর্মপাশা সড়ক নির্মাণ।
শীতের গ্যাস সংকট ঠেকাতে যুক্তরাজ্য থেকে লাখো টাকার এলএনজি কিনছে সরকার!
এলএনজি ক্রয় বাংলাদেশ, যুক্তরাজ্য এলএনজি, পেট্রোবাংলা গ্যাস আমদানি, সরকারি ক্রয় কমিটি, Total Energies LNG Bangladesh, হাওর উন্নয়ন প্রকল্প, ধর্মপাশা সড়ক নির্মাণ।

আপনার মূল্যবান মতামত দিন: