ডিসেম্বর ১১, ২০২৫
অধিকারপত্র ডটকম
চট্টগ্রাম, বাংলাদেশ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় জামে মসজিদের "শীতাতপ নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন" কার্যক্রম শেষে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুর দেড়টায় শুভ উদ্বোধন করা হয়েছে।
পূবালি ব্যাংক পিএলসির সহযোগিতায় পরিচালিত এই আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, মসজিদ হলো ধর্ম চর্চার জন্য অন্যতম একটি স্থান এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য এর গুরুত্ব অপরিসীম।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, "ধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না।"
তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে যদি ধর্মপ্রাণ হন এবং নিজ নিজ উপাসনালয়ে নিয়মিত যান, তবে ক্যাম্পাসে শান্তির সুবাতাস বয়ে যাবে।
উপাচার্য বলেন, "ধর্মের প্রতি অনুগত হলে কারো দ্বারা নেতিবাচক কাজ করা সম্ভব নয়। ধর্মপ্রাণ হলে মারামারি থাকবে না, অনিয়ম থাকবে না।"
চবি উপাচার্য কেন্দ্রীয় জামে মসজিদের আধুনিকায়নের কার্যক্রমে মূল্যবান সহযোগিতার জন্য পূবালি ব্যাংক পিএলসিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান: এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও চবি আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম এর মহাব্যবস্থাপক জনাব মো. আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব এ কে এম মাসুদ, হাটহাজারী শাখা প্রধান জনাব শওকত-উর-রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-শাখা প্রধান জনাব রেদওয়ানুল করিম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। উল্লেখ্য, এর আগে বেলা ১২.৩০টায় পূবালি ব্যাংক পিএলসির আগত কর্মকর্তাবৃন্দ চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

আপনার মূল্যবান মতামত দিন: