অধিকারপত্র
সাভার (ঢাকা) | ১৩ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সদস্যদের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
তিনি জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,
“আমিনবাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চার হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।”
তিনি আরও জানান, ১৩ ডিসেম্বর থেকেই সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং বিজয় দিবসের সব কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি আবদুল মাবুদ, ঢাকা রেঞ্জের ট্রাফিক কর্মকর্তা এবং ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

আপনার মূল্যবান মতামত দিন: