বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি–এর ওপর গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশের প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি যাচাই করে সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা হুমায়ূন কবির ওরফে মালেকের ছেলে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এর আগেও একটি অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি মামলা রয়েছে।
তবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজনদের বক্তব্য ভিন্ন। তারা দাবি করেছেন, ফয়সাল করিম মাসুদের পরিবার প্রায় ৩৫ বছর আগে পুরোপুরি ঢাকায় চলে যায়। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই এবং তিনি কখনো গ্রামে আসেননি বলেও দাবি করেছেন তারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারের নামে থাকা সব সম্পত্তি অনেক আগেই বিক্রি করে দেওয়া হয়েছে এবং গ্রামের কারও সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই।
মাসুদের চাচি মিনারা বেগম (৫৫) বলেন, “ওদের পরিবার প্রায় ৩৫ বছর ধরে ঢাকায় থাকে। আমরা কখনো তাদের দেখিনি, কোনো যোগাযোগও নেই।”
স্থানীয় বাসিন্দা বাচ্চু হাওলাদার (৬৫) জানান, “হুমায়ূন কবিরকে আমরা মালেক নামেই চিনতাম। তিনি বহু আগেই বাড়িঘর বিক্রি করে এলাকা ছেড়ে যান।”
এদিকে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পেলে তা জানাতে সাধারণ জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণাও দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্যে জানা গেছে— ফয়সাল করিম মাসুদের পরিবারের কেউ বর্তমানে ওই এলাকায় বসবাস করছেন না। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ডিএমপি। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
হাদিকে গুলি: সন্দেহভাজন যুবকের বাড়ি পটুয়াখালীর বাউফলে, বলছে পুলিশ
#হাদিকে_গুলি #শরীফ_ওসমান_হাদি #ঢাকা_সংবাদ #ডিএমপি #বাউফল #পটুয়াখালী #অপরাধ_সংবাদ #OdhikarPatra

আপনার মূল্যবান মতামত দিন: