অধিকার পত্র ডটকম
মাশহাদ, ইরান | ১৩ ডিসেম্বর ২০২৫
মূল তথ্য/দাবিসমূহ:
২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদিকে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে একটি স্মরণসভায় অংশ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার সমর্থক ও অধিকারকর্মীরা।
নার্গেস ফাউন্ডেশনের বরাতে জানা যায়, সম্প্রতি রহস্যজনকভাবে নিহত মানবাধিকার আইনজীবী খোসরো আলিকোরদি–র স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। তার বয়স ৫৩ বছর।
সমর্থকদের অভিযোগ, গ্রেপ্তারের সময় তাকে সহিংসভাবে আটক করা হয় এবং একই অনুষ্ঠানে উপস্থিত আরও কয়েকজন অধিকারকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গ্রেপ্তারের পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হবে কি না, সেটিও স্পষ্ট নয়।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
নার্গেস ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে,
“শান্তিপূর্ণ স্মরণসভায় অংশ নেওয়ার কারণে নাগরিকদের গ্রেপ্তার করা মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। আমরা অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।”
এদিকে নরওয়েজিয়ান নোবেল কমিটি নার্গেস মোহাম্মদির গ্রেপ্তারকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়,
“ইরানি কর্তৃপক্ষকে অবিলম্বে নার্গেস মোহাম্মদির অবস্থান নিশ্চিত করতে হবে, তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দিতে হবে।”
Iran civil rights crackdown Iran human rights activist arres Nobel Peace Prize Iran Narges Mohammadi arrested

আপনার মূল্যবান মতামত দিন: