অধিকারপত্র ডটকম–
তেহরান, ইরান | ১৩ ডিসেম্বর ২০২৫
ইরানের সশস্ত্র বাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম প্রযুক্তি, ড্রোন ও লেজার প্রযুক্তিসহ আধুনিক সামরিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা।
ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজস্ব প্রযুক্তিতে সামরিক সক্ষমতা ও অপারেশনাল স্বাধীনতা অর্জন করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি পুরোপুরি দেশীয়ভাবে উন্নত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, সামরিক সক্ষমতার ক্ষেত্রে ইরান শুধু অস্ত্রশস্ত্র নয়, বরং দক্ষতা, সৃজনশীলতা এবং জ্ঞানভিত্তিক কোম্পানির সমন্বয়ের মাধ্যমে শক্ত অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীর গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এই প্রণালীর নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির জ্বালানি প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি বলেন,
“আল্লাহর রহমতে আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম, ড্রোন ও লেজার প্রযুক্তিতে আমাদের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে।”
তিনি আরও বলেন, অস্ত্র, সরঞ্জাম, দক্ষতা ও জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের ব্যবহারে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় ও সহযোগিতা দিন দিন বাড়ছে।

আপনার মূল্যবান মতামত দিন: