odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

সুদানে জাতিসংঘ ঘাঁটিতে ড্রোন হামলা: নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী, কঠোর বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

odhikarpatra | প্রকাশিত: ১৪ December ২০২৫ ১৭:১২

odhikarpatra
প্রকাশিত: ১৪ December ২০২৫ ১৭:১২

সুদানের সংঘাতপীড়িত অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভয়াবহ ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এই নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৩ ডিসেম্বর) মধ্য সুদানের কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে এই ড্রোন হামলা চালানো হয়। রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন, নিয়াজির দম্ভ থেকে শহীদ বুদ্ধিজীবীদের রক্ত—ইতিহাস, নিয়তি ও বাংলাদেশের নেতৃত্বের জন্য চিরন্তন শিক্ষা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস: অহংকারের পতন, বিনয়ের বিজয় ও আধুনিক নেতৃত্বের অঙ্গীকার এবং বিবেকের কণ্ঠস্বর

প্রতিবেদনে বলা হয়, হতাহত সবাই বাংলাদেশের নাগরিক এবং তারা জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী ইউনিসফা (UNISFA)-এর সদস্য হিসেবে আবিয়েতে দায়িত্ব পালন করছিলেন।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, কাদুগলিতে জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলার আমি তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। দেশটিতে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দুই বছরের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। তবে এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাতিসংঘের ওই স্থাপনায় ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় হামলায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এই ঘটনায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘের প্রতি বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে।

 

শান্তি মিশনে ছয় বাংলাদেশি নিহত, ড্রোন হামলায় কেঁপে উঠল সুদান

#বাংলাদেশি_শান্তিরক্ষী #UNPeacekeepers #SudanCrisis #ড্রোন_হামলা #জাতিসংঘ #MuhammadYunus #AntonioGuterres #UNISFA #odhikarpatra


 



আপনার মূল্যবান মতামত দিন: