odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 31st January 2026, ৩১st January ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বিস্ফোরক ঘোষণা রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৫ ১৯:৩১

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৫ ১৯:৩১

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম,

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করাতে পারলে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে সালাউদ্দিন আম্মার বলেন, “এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে, তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে আসামি ধরার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি—এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারলে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, দল-মত ও মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী বিরোধী আন্দোলনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যই জনগণের প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 



আপনার মূল্যবান মতামত দিন: