ক্যাম্পাস প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়া ৯ জন শিক্ষার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়া ও ডোপ টেস্ট–সংক্রান্ত জটিলতার নিষ্পত্তির পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসু ও হল শিক্ষার্থী সংসদ পরিচালনা বিধিমালার ১৭ নম্বর বিধি অনুযায়ী গঠিত ‘অভিযোগ ও নিষ্পত্তি কমিটি’ ৭ জন প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দিয়েছে। এ ছাড়া একজন প্রার্থীর ডোপ টেস্ট–সংক্রান্ত অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে প্রমাণিত না হওয়ায় এবং আরেকজনের ডোপ টেস্ট রিপোর্ট–সংক্রান্ত জটিলতা মীমাংসা হওয়ায় তাঁদের প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়া শিক্ষার্থীরা হলেন—
স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী চন্দন কুমার দাস,
স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসাম্মৎ উম্মে মাবুদা,
ছাত্রশক্তি–সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শাহিন মিয়া,
স্বতন্ত্র প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মো. তানভীর মাহমুদ শিহাব,
স্বতন্ত্র প্যানেলের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মো. তাসনিমুল হাসান,
ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী অর্ঘ্য দাস,
এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ ও মনিরুজ্জামান মনির।
এর আগে, ১১ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলে ২১টি কেন্দ্রীয় পদের বিপরীতে ১৫৬ জন এবং হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী তালিকাভুক্ত হন। পরবর্তীতে ওই তালিকা থেকে ৫১ জন প্রার্থী বাদ পড়েন—যাদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৭ জন এবং হল সংসদে ৪ জন ছিলেন। সর্বশেষ সিদ্ধান্তে বাদ পড়াদের মধ্য থেকে ৯ জন আবারও প্রতিদ্বন্দ্বিতায় ফিরলেন, যা জকসু নির্বাচনে নতুন মাত্রা যোগ করল।
🔥 জকসু নির্বাচনে বড় মোড়: বাদ পড়া ৯ প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল
#জকসু #জগন্নাথবিশ্ববিদ্যালয় #ছাত্রসংসদ #জকসুনির্বাচন #ক্যাম্পাসরাজনীতি #JnU #StudentUnion

আপনার মূল্যবান মতামত দিন: