odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 31st January 2026, ৩১st January ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বক্তব্য চলাকালে চাকসুর নির্বাচিত ভিপির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় চরম উত্তাপ।

চবিতে আবারও উত্তাল পরিস্থিতি: বিজয় দিবসের মঞ্চে চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

odhikarpatra | প্রকাশিত: ১৬ December ২০২৫ ১৯:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১৬ December ২০২৫ ১৯:৩৭

✍️ ক্যাম্পাস প্রতিনিধি অধিকারপত্র ডটকম ১৬ ই ডিসেম্বর ২০২৫।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনির দিকে তেড়ে যেতে দেখা যায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনসহ কয়েকজন নেতাকর্মীকে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপির বক্তব্যের একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা মঞ্চের দিকে অগ্রসর হন। তবে উপস্থিত শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিক বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এর আগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের বক্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরোধের সূত্রপাত হয়। ওই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং পরদিন উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয়। প্রায় আট ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ছাত্রসংগঠন বিজয় দিবস পালন করলেও প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য উপস্থিত হলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর ভিপি ইব্রাহিম হোসেন রনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে অনুষ্ঠানে উস্কানি ও হামলার চেষ্টার অভিযোগ তোলেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: