odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st December 2025, ২১st December ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে শাহবাগে উত্তাল জাতীয় ছাত্রশক্তি | যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:৪৫

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি। দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে শাহবাগ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। তাঁর ভাষায়, “আজ রাতে যদি প্রধান উপদেষ্টা শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় যমুনার সামনে গিয়ে আমাদের কণ্ঠ পৌঁছে দেব।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলা এবং বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট। ছাত্রশক্তির নেতারা বলেন, এনসিপি নেত্রী জান্নাত আরা রুমিকে দীর্ঘদিন সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে; থানায় সাধারণ ডায়েরি করেও তিনি কোনো সুরক্ষা পাননি। এসব ঘটনার দায় সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়।

রাজু ভাস্কর্যের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় ‘হাদিরা মরে না, ২৪ হারে না’, ‘৭১–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’সহ নানা স্লোগানে শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে।

ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে যেভাবে আগে যমুনা ঘেরাও দেওয়া হয়েছিল, আবারও তাই করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় এখনো মূল অপরাধীরা গ্রেপ্তার না হওয়া সরকারের ব্যর্থতারই প্রমাণ। তিনি পররাষ্ট্র নীতির দুর্বলতার অভিযোগও তোলেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন: