odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

odhikarpatra | প্রকাশিত: ১৯ December ২০২৫ ০০:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ December ২০২৫ ০০:৫৭

অধিকারপত্র ডটকম  নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' কার্যালয়ে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কয়েকশ মানুষ লাঠিসোটা নিয়ে এই হামলা শুরু করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিবিসি বাংলাকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকশ লোক একত্রিত হয়ে হঠাৎ পত্রিকা অফিসটিতে চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওসি বলেন, "আমি নিজে ঘটনাস্থলে আছি, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা চলছে।"


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন লাইভ ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে ভবনের ভেতরে ও বাইরে ভাঙচুর চালাচ্ছে। এ সময় কার্যালয়ের প্রধান ফটক ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় অফিসের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন।

তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং হামলাকারীরা কোন গোষ্ঠীর সাথে জড়িত তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গণমাধ্যমের ওপর এমন অতর্কিত হামলায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: