odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

চীনের অকেজো স্পেস ল্যাব পৃথিবীতে আছড়ে পড়ল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ April ২০১৮ ১৮:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ April ২০১৮ ১৮:২২

 

                                                 এ সময়ে এটির বেশীর ভাগ অংশ পুড়ে গেছে। টুকরো অংশগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়েছে। বেইজিং একথা জানায়। খবর এএফপি’র।
চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকৌশল দপ্তর জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ০০:১৫ টা) এটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে।
এর আগে মহাকাশ কর্মকর্তারা জোর দিয়ে বলেন, পৃথিবীতে এটির আছড়ে পড়া নিয়ে বিচলিত হওয়ার কোন কারণ নেই। কারণ ল্যাবটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার পরপরই এতে আগুন ধরে এর বেশীর ভাগই অংশ পুড়ে যাবে।
আগেই জানানো হয়েছিল, অকেজো হয়ে পড়া চীনের মহাকাশ ল্যাব তিয়ানগং-১ নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে আছড়ে পড়বে। তবে কবে নাগাদ এটি আছড়ে পড়বে তখন তার সঠিক সময় নির্ধারণ করা যায়নি। আজ সোমবার গ্রিনিচ মান সময় ৮ টা ১৬ মিনিটে এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়েছে।
খবরে বলা হয়, ল্যাবটির সাথে চীনের সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে এর পতনের ওপর তাদের কোন নিয়ন্ত্রণ ছিল না।
উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টম্বরে মহাকাশে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাতে চীন কক্ষপথে ল্যাবটি স্থাপন করে। ২০২২ সাল নাগাদ মহাশূন্যে মহাকাশ স্টেশন তৈরীর লক্ষ্যে দেশটি এ কার্যক্রম শুরু করে।
২০১৬ সালেই ১০ মিটার দীর্ঘ আট টন ওজনের এ ল্যাবের সাথে চীনের গবেষকদের সম্পূর্ণ যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এটি পৃথিবীর দিকে ফিরে আসছিল।
ইউরোপীয় মহাকাশ সংস্থার নেতৃত্বে ১৩ টি মহাকাশ সংস্থা রাডারসহ নানা অপটিক্যাল যন্ত্রপাতি দিয়ে এটির গতিপথ পর্যবেক্ষণ করে আসছিল।



আপনার মূল্যবান মতামত দিন: