প্রতিবেদন প্রকাশের তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ণাঙ্গ রিপোর্ট: অধিকারপত্র ডটকম জেরুজালেম:
অধিকৃত ফিলিস্তিন ও গাজায় চলমান পরিস্থিতির বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বাধা দিতে আবারও বিতর্কিত পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ বিদেশি সংবাদমাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ রাখার বিশেষ আইনটির মেয়াদ আরও দুই বছরের জন্য বৃদ্ধি করেছে দেশটির পার্লামেন্ট ‘নেসেট’।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এই আইনটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ইসরায়েলি ভূখণ্ডে আল জাজিরার সম্প্রচার, অফিস পরিচালনা এবং ওয়েবসাইট ব্লক রাখার ক্ষমতা সরকারের হাতেই থাকছে।
আইনের নেপথ্যে যা আছে: ২০২৪ সালের এপ্রিলে গাজা যুদ্ধের মধ্যে প্রথম এই ‘জরুরি আইন’ পাস করা হয়েছিল।
ইসরায়েলি সরকারের অভিযোগ, আল জাজিরা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তারা হামাসের ‘মুখপাত্র’ হিসেবে কাজ করছে। যদিও কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি শুরু থেকেই এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছে।
নতুন সংশোধনীতে যা থাকছে: আগে এই আইনটি শুধুমাত্র ‘জরুরি অবস্থা’র সময় কার্যকর করার বিধান ছিল। কিন্তু নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে কোনো বিশেষ জরুরি অবস্থা না থাকলেও সরকার চাইলে যেকোনো বিদেশি সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধ করে দিতে পারবে। এমনকি এই প্রক্রিয়ায় বিচার বিভাগীয় পর্যালোচনার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে।
বিশ্বজুড়ে সমালোচনা: ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সাংবাদিক অধিকার রক্ষা কমিটি (CPJ)। তারা বলছে, এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার চিত্র যাতে বিশ্ববাসীর সামনে না আসে, সেজন্যই আল জাজিরাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে আল জাজিরার বেশ কয়েকজন সংবাদকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তবুও ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্নভাবে সংবাদ প্রচার করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।
ইসরায়েলে আরও ২ বছর নিষিদ্ধ আল জাজিরা! গণমাধ্যমের কণ্ঠরোধে মরিয়া নেতানিয়াহু সরকার।
#AlJazeera #Israel #PressFreedom #GazaWar #Knesset #MediaBan #Netanyahu #odhikarpatra #InternationalNews #আলজাজিরা #ইসরায়েল #সংবাদপত্রেরস্বাধীনতা #অধিকারপত্র
Al Jazeera Israel আল জাজিরা ইসরায়েলি বর্বরতা GazaWar Press Freedom Netanyahu সংবাদপত্রের স্বাধীনতা অধিকারপত্র Odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: