odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫
নাইজেরিয়ায় আইএস আস্তানায় মার্কিন বিমান হামলা: সোকোতো রাজ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা

মাঝরাতে আকাশে আগুনের গোলা! নাইজেরিয়ায় মার্কিন হামলায় আতঙ্কিত গ্রামবাসী: ‘মনে হচ্ছিল দিন হয়ে গেছে

odhikarpatra | প্রকাশিত: ২৭ December ২০২৫ ০২:০৩

odhikarpatra
প্রকাশিত: ২৭ December ২০২৫ ০২:০৩

পুরো রিপোর্ট (অধিকারপত্র ডটকম ): নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম নাইজেরিয়ার সোকোতো রাজ্যের জাবো গ্রামে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মার্কিন বাহিনীর অতর্কিত বিমান হামলায় মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে।

জাবো গ্রামের ৪০ বছর বয়সী কৃষক সানুসি মাদাো জানান, রাতে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। শব্দটা অনেকটা বিমান বিধ্বস্ত হওয়ার মতো ছিল। তিনি যখন ঘর থেকে বেরিয়ে আসেন, তখন দেখতে পান পুরো আকাশ টকটকে লাল হয়ে আছে। মাদাো বলেন,

“আকাশের সেই আলো কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। মনে হচ্ছিল যেন মাঝরাতেই দিন হয়ে গেছে।”
পরে জানা যায়, যুক্তরাষ্ট্র ওই এলাকায় কথিত আইএস (ISIL/ISIS) আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে গ্রামবাসীদের দাবি, তাদের এলাকাটি শান্ত এবং আগে কখনও সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর কোনো আক্রমণের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণস্থলের খুব কাছের বাসিন্দা আবুবকর সানি সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বলেন, “আগুনের গোল্লাটি যখন আমাদের এলাকার দিকে আসছিল, তখন প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছিল। আমাদের ঘরবাড়ি কাঁপতে শুরু করে এবং চারদিকে আগুন ধরে যায়। আমরা আগে কখনও এমন কিছুর সম্মুখীন হইনি।”
এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। নাগরিক হিসেবে নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নাইজেরিয়া সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: