odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫
শাহবাগে ফের উত্তাল পরিস্থিতি: শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে পুনরায় অবরোধ

আবার শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ২৭ December ২০২৫ ১৭:২৬

odhikarpatra
প্রকাশিত: ২৭ December ২০২৫ ১৭:২৬

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম, ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৫/

শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে স্থান ত্যাগ করার পরই আন্দোলনকারীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। সেখানে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শাহবাগে অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চ। সারারাত তারা সেখানেই অবস্থান করে। আন্দোলনকারীরা স্পষ্টভাবে ঘোষণা দেন—শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না।

সকালে তারেক রহমানের কবর জিয়ারতের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে সাময়িকভাবে শাহবাগ অবরোধ তুলে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন তারা। তখনই ইনকিলাব মঞ্চ জানায়, তারেক রহমান ফিরে গেলে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া হবে—যা পরে বাস্তবায়িত হয়।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ এলাকায় শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত করে রেখেছেন আন্দোলনকারীরা। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: