odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 28th December 2025, ২৮th December ২০২৫
এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে জামায়াত জোটের সিদ্ধান্ত যায় না—ইসি বৈঠক শেষে বিএনপির কড়া মন্তব্য

এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট সাংঘর্ষিক: নজরুল ইসলাম খান

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২৫ ১৬:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২৫ ১৬:১৫

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে রাজনৈতিকভাবে অন্য দলের সঙ্গে জোট গঠন করা যে কোনো দলের অধিকার—এ কথাও স্বীকার করেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, “এনসিপি-জামায়াত জোট করা তাদের নিজস্ব দলীয় সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে জোট করার অধিকার সবার আছে। কিন্তু এনসিপি যে আদর্শের কথা ঘোষণা করেছে, বর্তমান সিদ্ধান্তের সঙ্গে সেই আদর্শের মিল আমরা খুঁজে পাই না।”

এ সময় তিনি নির্বাচন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে (প্রতিনিধিত্ব আদেশ) স্পষ্ট উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সন্তানের সম্পদের বিবরণ চাওয়ায় জটিলতা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে ইসির সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে।

এছাড়া আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিএনপি মনে করে, নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করতে এআই-এর অপব্যবহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নজরুল ইসলাম খান।



আপনার মূল্যবান মতামত দিন: