odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 28th December 2025, ২৮th December ২০২৫

জার্মানিতে আতশবাজি নিষিদ্ধের জোরালো দাবি চিকিৎসকদের

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২৫ ১৯:১৪

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২৫ ১৯:১৪

 


আন্তর্জাতিক | স্বাস্থ্য

 

আন্তর্জাতিক ডেস্ক, অধিকার পত্র ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭ (আপডেট)

বার্লিন: ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে জার্মানিতে ব্যক্তিগতভাবে আতশবাজি পোড়ানোর ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন জার্মান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউস রেইনহার্ড। প্রতি বছর নববর্ষের রাতে আতশবাজির অসতর্ক ব্যবহারে অসংখ্য মানুষ গুরুতর আহত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই জরুরি আহ্বান জানান।

শনিবার আরএনডি (RND) মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে রেইনহার্ড বলেন, “কেন্দ্রীয়ভাবে আয়োজিত সুশৃঙ্খল আতশবাজি প্রদর্শনীতে কারও আপত্তি নেই। তবে ব্যক্তিগতভাবে অবৈধ ও অনিয়ন্ত্রিত পটকা বা আতশবাজি ফোটানো অবশ্যই নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই নিষেধাজ্ঞা কোনো ‘নিষেধাজ্ঞার সংস্কৃতি’ নয়, বরং একটি পরিপক্ক সমাজের পরিচয় যারা জানে কখন বিপজ্জনক কিছু থেকে বিরত থাকতে হয়।

আহতদের সংখ্যা ও স্বাস্থ্য ঝুঁকি প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে জার্মানিতে আতশবাজির কারণে প্রচুর শিশু ও কিশোর-কিশোরী দুর্ঘটনার শিকার হয়। এর মধ্যে শ্রবণশক্তি হারানো (Blast trauma), চোখের আঘাত এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি। মেডিকেল অ্যাসোসিয়েশনের মতে, এসব দুর্ঘটনায় প্রতি বছর দেশটির জাতীয় স্বাস্থ্য বীমা ব্যবস্থার কয়েক মিলিয়ন ইউরো ব্যয় হয় এবং জরুরি বিভাগগুলোতে তিল ধারণের জায়গা থাকে না।

অন্যান্য সংগঠনের সমর্থন চিকিৎসকদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জার্মানির পুলিশ ইউনিয়নও (GdP)। পুলিশ কর্মকর্তাদের মতে, উৎসবের রাতে উচ্ছৃঙ্খল জনতা অনেক সময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের লক্ষ্য করে আতশবাজি ছোড়ে, যা নিরাপত্তার জন্য চরম হুমকি। এছাড়া পরিবেশবাদী ও প্রাণী সুরক্ষা সংগঠনগুলোও শব্দ ও বায়ুদূষণের কারণে এই নিষেধাজ্ঞার পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছে।

উল্লেখ্য, জার্মানিতে সাধারণত ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য আতশবাজি বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে বার্লিনের মতো বড় শহরগুলোতে নববর্ষের উৎসবের পরিবেশ অনেক সময় 'রণক্ষেত্রে'র রূপ নেয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


#জার্মানআতশবাজিপূর্ণাঙ্গনিষেধাজ্ঞা



আপনার মূল্যবান মতামত দিন: