“অধিকার পত্র ডটকম”– পূর্ণাঙ্গ সংবাদ
সিরাজগঞ্জ: প্রকাশ্য দিবালকে নৃশংস কায়দায় কুপিয়ে হত্যা করা হয়েছে আব্দুর রহমান রিয়াদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
নিহত রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশার ভেতরে বসে থাকার সময় কয়েকজন তরুণ বিভিন্ন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা খুব অল্প সময়ের মধ্যেই পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসীর মধ্যে ভয় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিহতের বাবা রেজাউল করিম বলেন,
“আমার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর ফোনে জানানো হয় সে অসুস্থ। হাসপাতালে এসে দেখি আমার ছেলের শরীর রক্তে ভেজা। আমি এই হত্যার বিচার চাই—আর কোনো বাবার বুক যেন এমনভাবে ফাঁকা না হয়।”
হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও পুলিশ ধারণা করছে, এলাকাভিত্তিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মরদেহ হস্তান্তরসহ অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজগঞ্জ হত্যা কলেজ শিক্ষার্থী হত্যা অধিকার পত্র রিয়াদ হত্যা প্রকাশ্য দিবালক হত্যা সিসিটিভি ভিডিও ভাইরাল সিরাজগঞ্জ সংবাদ

আপনার মূল্যবান মতামত দিন: