odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 29th December 2025, ২৯th December ২০২৫

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি: সিদ্ধান্ত প্রত্যাহারের জোরালো দাবি সোমালিয়া সরকারের

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৬:৫৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৬:৫৬

অধিকারপত্র ডেস্ক: বিচ্ছিন্নতাবাদী অঞ্চল 'সোমালিল্যান্ড'-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের দেওয়া স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া। মোগাদিশু এই পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর "সরাসরি আঘাত" এবং "রাষ্ট্রীয় আগ্রাসন" হিসেবে অভিহিত করে অবিলম্বে এই স্বীকৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে।


ঘটনার প্রেক্ষাপট:
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯১ সালে গৃহযুদ্ধের পর সোমালিল্যান্ড নিজেদের স্বাধীন ঘোষণা করলেও এতদিন কোনো দেশই তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।


সোমালিয়ার প্রতিক্রিয়া:
শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলি ওমর বলেন, "ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপ, যা কোনোভাবেই সহ্য করা হবে না।" তিনি আরও জানান, এই "রাষ্ট্রীয় আগ্রাসন" মোকাবিলায় সোমালিয়া সম্ভাব্য সকল কূটনৈতিক পথ অবলম্বন করবে।
ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার শঙ্কা:


সোমালিয়ার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, ইসরায়েলের এই স্বীকৃতির পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। আলি ওমরের মতে, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিল্যান্ডে স্থানান্তরের একটি পরিকল্পনার অংশ হিসেবেই ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে।


আন্তর্জাতিক নিন্দা ও উদ্বেগ:
ইসরায়েলের এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে:
* আরব ও মুসলিম দেশ: সৌদি আরব, মিশর, পাকিস্তান, ইরান এবং ওআইসি (OIC) ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং সোমালিয়ার অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
* আফ্রিকান ইউনিয়ন (AU): সংস্থাটি জানিয়েছে, সোমালিল্যান্ড সোমালিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং একতরফা এই স্বীকৃতি আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
* অন্যান্য দেশ: তুরস্ক এবং কাতারও ইসরায়েলের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছে।
বর্তমান পরিস্থিতি:
সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসায় ইসরায়েলি স্বীকৃতির খুশিতে আনন্দ মিছিল হলেও পুরো হর্ন অফ আফ্রিকা অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: