odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 30th December 2025, ৩০th December ২০২৫
ডা. শফিকুর রহমানের সম্পদ বিবরণী: নগদ, জমি, স্বর্ণ ও বিনিয়োগের বিস্তারিত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সম্পদ প্রকাশ: নগদ ৬০ লাখ, স্বর্ণ ১০ ভরি

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৫ ২৩:৫৭

বিশেষ প্রতিনিধি অধিকার পত্র ডটকম, 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্পদের পরিমাণ মোট ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা, যার মধ্যে নগদ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা এবং স্বর্ণ রয়েছে ১০ ভরি। এই তথ্য তিনি সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন।

নির্বাচনি হলফনামা অনুযায়ী, ডা. শফিকুর রহমানের নামে ১১.৭৭ শতক জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক। তার মালিকানায় দুই লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী রয়েছে।

হলফনামায় আরও জানানো হয়েছে, বন্ড, ঋণপত্র এবং শেয়ার বিনিয়োগে তার মোট ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা রয়েছে। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি। এছাড়া, ডা. শফিকুর রহমানের নামে ২ একর ১৭ শতক কৃষিজমি রয়েছে, যার মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা, এবং কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। বর্তমানে তার হাতে থাকা সম্পদ ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা

সোমবার ঢাকা-১৫ আসনের জন্য ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন ও আবদুর রহমান মুসা।

মনোনয়নপত্র জমা শেষে মাওলানা আবদুল হালিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শহিদ হাদি ও ২৪’র গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডা. শফিকুর রহমান।”



আপনার মূল্যবান মতামত দিন: