odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 30th December 2025, ৩০th December ২০২৫
ইউএই বাহিনী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেন ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চার সদস্য

ইয়েমেনে ক্ষমতার দ্বন্দ্ব চরমে, আমিরাত ইস্যুতে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলে প্রকাশ্য বিভাজন

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৫ ১৯:১৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৫ ১৯:১৬

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ইয়েমেনে রাজনৈতিক সংকট নতুন মাত্রা পেয়েছে। দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চার সদস্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাহিনী বহিষ্কার ও জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন। কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এই সিদ্ধান্ত নিলেও তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন ওই চার নেতা।

যৌথ বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল তারিক সালেহ, মেজর জেনারেল আইদারুস আল-জুবাইদি, মেজর জেনারেল আবু জারা’আ আল-মাহরামি এবং মেজর জেনারেল ফারাজ আল-বাহসানি বলেন, আল-আলিমির এই পদক্ষেপ ক্ষমতা হস্তান্তর চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে তারা বলেন,
“ইউএই হুথি প্রকল্পের বিরুদ্ধে লড়াইয়ে শুরু থেকেই ইয়েমেনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এবং এখনো রয়েছে।”
তারা আরও সতর্ক করে বলেন, ইউএইয়ের ভূমিকা নিয়ে নেতিবাচক প্রচার বা অস্বীকারের চেষ্টা কেবল ইয়েমেনের শত্রুদেরই উপকার করবে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনায় ইয়েমেনের ক্ষমতাকাঠামোর ভেতরের গভীর বিভাজন প্রকাশ্যে এসেছে। আল জাজিরার ইয়েমেন ব্যুরো প্রধান সাঈদ থাবিত বলেন, প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের গঠনগত বৈচিত্র্যের কারণে এই বিভক্তি স্বাভাবিক।

তিনি ব্যাখ্যা করেন, আট সদস্যবিশিষ্ট কাউন্সিলের মধ্যে তিনজন সরাসরি সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সঙ্গে যুক্ত এবং আরেকজন ইউএই-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অপর অংশটি প্রেসিডেন্ট আল-আলিমির নেতৃত্বাধীন ভিন্ন রাজনৈতিক অবস্থানের প্রতিনিধিত্ব করে।

এই পরিস্থিতিতে ইউএই ইস্যু ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দেশটির গৃহযুদ্ধ ও আঞ্চলিক শক্তির ভূমিকা নিয়ে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

 

ইয়েমেনে ক্ষমতার দ্বন্দ্ব চরমে, আমিরাত ইস্যুতে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলে প্রকাশ্য বিভাজন

#YemenCrisis #UAE #PresidentialCouncil #HouthiConflict #MiddleEastPolitics #InternationalNews #OdhikarPatra



আপনার মূল্যবান মতামত দিন: