odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 4th January 2026, ৪th January ২০২৬
ভোররাতে রাজধানী কারাকাসে বিস্ফোরণের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা। যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করল মাদুরো সরকার

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা: কারাকাসে হামলার, নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে লাতিন আমেরিকা

Special Correspondent | প্রকাশিত: ৩ January ২০২৬ ১৫:৩৫

Special Correspondent
প্রকাশিত: ৩ January ২০২৬ ১৫:৩৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শনিবার ভোর প্রায় ১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে রাজধানীসহ আশপাশের কয়েকটি এলাকায় আরও বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। কারাকাসের বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আকাশে সামরিক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। সিএনএন যাচাইকৃত ভিডিও ফুটেজে রাজধানীর ওপর ধোঁয়ার কুণ্ডলি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশপাশে আগুন জ্বলতে দেখা যায়। ভেনেজুয়েলার সরকার এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক আগ্রাসন বলে অভিযোগ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকরের নির্দেশ দিয়েছেন। সরকার জানিয়েছে, কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা প্রদেশে হামলা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার জনগণ ও সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলার ঘোষণা দিয়েছে কারাকাস।

এদিকে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও সাউদার্ন কমান্ড এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি হোয়াইট হাউসের দিকে ঠেলে দিয়েছে। এখনো পর্যন্ত হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। ভেনেজুয়েলার উপকূলীয় শহর হিগুয়েরোতে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, প্রথমে তিনি আতশবাজি ভেবেছিলেন, কিন্তু পরে বিস্ফোরণের তীব্রতায় মাটি কেঁপে ওঠে এবং আকাশ লাল হয়ে যায়। মানুষজন আতঙ্কে রাস্তায় ছুটে আসে। এই পরিস্থিতিতে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ভেনেজুয়েলার আকাশসীমায় সব ধরনের মার্কিন বিমান চলাচল নিষিদ্ধ করেছে। ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। কলম্বিয়া ও কিউবা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটজ সতর্ক করে বলেছেন ভেনেজুয়েলায় যুদ্ধের মতো কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ নেই। কারাকাসে বিস্ফোরণের প্রকৃত কারণ ও দায় এখনো পুরোপুরি স্পষ্ট নয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

 



আপনার মূল্যবান মতামত দিন: