odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 6th January 2026, ৬th January ২০২৬
নিরপেক্ষ নির্বাচন ও ইসলামপ্রিয় জনতার অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ

বিএনপি জোটের প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয় হতে নেতাকর্মীদের আহ্বান জমিয়তের

odhikarpatra | প্রকাশিত: ৩ January ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৩ January ২০২৬ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে দলীয় নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বৈঠকে জমিয়তের নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং ইসলামপ্রিয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি বলে মত দেন তাঁরা।

এ জন্য দলের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সমন্বিত ও সক্রিয় ভূমিকা রাখার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, নাজমুল হাসান, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা শুয়াইব আহমদসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে জমিয়তের এ ধরনের সাংগঠনিক অবস্থান আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন: