odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 5th January 2026, ৫th January ২০২৬
মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের গ্রেপ্তারে ট্রাম্পের তীব্র বিরোধিতা করলেন জোহরান মামদানি

ট্রাম্পকে সরাসরি ফোন! ভেনেজুয়েলার ডিক্টেটর মাদুরোর গ্রেপ্তারে ক্ষোভ ঝাড়লেন নিউইয়র্কের মেয়র মামদানি!

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ০৬:০৮

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ০৬:০৮

অধিকারপত্র ডেস্ক প্রতিবেদন: ওয়াশিংটন ও নিউইয়র্ক:

ভেনেজুয়েলার দীর্ঘদিনের স্বৈরশাসক নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নাটকীয় গ্রেপ্তারের ঘটনায় মার্কিন রাজনীতিতে বইছে উত্তাল হাওয়া। ২০২০ সাল থেকে মাদক-সন্ত্রাসবাদ বা 'নারকো-টেররিজম' (Narcoterrorism) মামলার পলাতক আসামি এই দম্পতিকে সম্প্রতি মার্কিন বাহিনী আটক করার পর এবার তাদের সমর্থনে মুখ খুললেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

জোহরান মামদানি জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন এবং মাদুরো ও তার স্ত্রীর গ্রেপ্তারের বিষয়ে নিজের তীব্র বিরোধিতার কথা জানিয়েছেন। মামদানির মতে, এই গ্রেপ্তার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিতর্কিত পদক্ষেপ।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে মার্কিন বিশেষ বাহিনীর একটি দুঃসাহসিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়।

ট্রাম্প প্রশাসন এই অভিযানকে ‘মাদক কারবারিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়’ হিসেবে অভিহিত করেছে। আটকের পর তাদের মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস ইও জিমা' (USS Iwo Jima)-তে করে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচারের জন্য নিয়ে আসা হয়েছে।

মাদুরোর বিরুদ্ধে কয়েক দশক ধরে আমেরিকায় টন কে টন কোকেন পাচার এবং কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী এফএআরসি (FARC)-কে সহায়তার মাধ্যমে মাদক-সন্ত্রাসবাদ চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। তবে মেয়র মামদানি এই বিচারিক প্রক্রিয়ার ধরন এবং সার্বভৌম রাষ্ট্রে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করে ট্রাম্পের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানে অনড়। তিনি সাফ জানিয়েছেন, মাদুরো ও তার সহযোগীদের আমেরিকান আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: