ক্যাম্পাস প্রতিনিধি
রিপোর্টার: শাহরিয়ার হাসান জুবায়ের
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বরুড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ. এম. আলভীর ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান জুয়েল।
সোমবার (০৫ জানুয়ারি) সদ্য সাবেক সভাপতি মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত ও সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফুর রহমান দীপু ও সবুজ হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মেহেদী হসান শাহীন ও আব্দুল্লাহ মোহাম্মদ মাসঊদ।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ফারহান।
এছাড়া কমিটিতে আরও রয়েছেন—
দপ্তর সম্পাদক: আতিকুর রহমান
প্রচার সম্পাদক: হাসিন আরমান অয়ন
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: নাঈম হোসেন
সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: মো. তৌহিদুর রহমান সাকিব
বৃত্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ইমতিয়াজ জামান সাকিব
ছাত্রী বিষয়ক সম্পাদক: তামান্না ভূঁইয়া
আইন বিষয়ক সম্পাদক: মুস্তাসির বিল্লাহ পাটোয়ারি সিফাত
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মো. নাজমুল হাসান সোহাগ
সদস্য হিসেবে আছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, তৌফিক ওমর খান, খাদিজাতুল মীমসহ আরও কয়েকজন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল বলেন,
“বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় সংগঠনটি আরও এগিয়ে যাবে।”
নবনির্বাচিত সভাপতি এইচ. এম. আলভীর ভূঁইয়া বলেন,
“এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে কাজ করব।”
সদ্য সাবেক সভাপতি মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন,
“বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ একটি বৃহৎ আঞ্চলিক সংগঠন। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও এগিয়ে নেবে—এটাই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।

আপনার মূল্যবান মতামত দিন: