আন্তর্জাতিক ডেস্ক, অধিকার পত্র ডটকম
তেহরান—ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। তিনি ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দিতে বলার পাশাপাশি বিদেশি শক্তির পক্ষে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
শুক্রবার (৯ জানুয়ারি) দেওয়া বক্তব্যে খামেনেয়ি বলেন, ইরানের ভেতরে কেউ যদি বিদেশি শক্তির হয়ে ‘ভাড়াটে সৈন্যের’ ভূমিকা পালন করে, তবে তা কোনোভাবেই সহ্য করা হবে না। তাঁর ভাষায়, দেশের ভেতরের অস্থিরতা উসকে দিতে বাইরের শক্তির ইন্ধন রয়েছে।
গত ২৭ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। শুরুতে অর্থনৈতিক দাবিকে কেন্দ্র করে আন্দোলন হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা সরকার পতনের দাবিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিরাপত্তা বাহিনীকে চাপে পড়তে হচ্ছে।
বিক্ষোভ শুরুর পর মার্কিন রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প সতর্কতামূলক মন্তব্য করে বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ‘কঠোর আঘাত’ হানতে পারে।
এর জবাবে খামেনেয়ি বলেন, “আপনি আপনার দেশের দিকে মনোযোগ দিন। কিছু মানুষ বিদেশি নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের দেশ ধ্বংস করছে।” একই সঙ্গে তিনি ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের উদাহরণ টেনে বলেন, যেভাবে তখন রাজতন্ত্রের পতন হয়েছিল, প্রয়োজনে তেমনভাবেই ট্রাম্পকেও ক্ষমতাচ্যুত করা হবে।
বর্তমানে ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। গত সেপ্টেম্বর থেকে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় দেশটির ওপর বৈশ্বিক চাপ আরও বেড়েছে।
অস্থির পরিস্থিতি মোকাবিলায় ইরানি সরকারের ভেতরেও ভিন্ন ভিন্ন বার্তা দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ দমনে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানালেও প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘দোসর’ হিসেবে আখ্যা দিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: