✍️ ক্রীড়া প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের হাত না মেলানো ঘটনাকে অনিচ্ছাকৃত বলে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম অসুস্থ বোধ করায় টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ–অধিনায়ক জাওয়াদ আবরার টসে অংশ নেন। ভারত অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে টস সম্পন্ন হলেও এ সময় দুই অধিনায়কের মধ্যে করমর্দন হয়নি, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি নিয়ে রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টসের সময় করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক অসাবধানতার ফল। এতে প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অসম্মান বা অশোভন আচরণের উদ্দেশ্য ছিল না।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, “অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক টসে উপস্থিত থাকতে পারেননি। ফলে সহ–অধিনায়ক দলের প্রতিনিধিত্ব করেন। করমর্দন না হওয়াটা অনিচ্ছাকৃত এবং এতে প্রতিপক্ষের প্রতি কোনো অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না।”
বোর্ড আরও জানায়, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মৌলিক শর্ত। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের সব ধরনের যোগাযোগে ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
এই ম্যাচটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক নানা ইস্যুতে আলোচনায় রয়েছে। সম্প্রতি নিরাপত্তাশঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়েছে। বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।
বাংলাদেশ–ভারত ম্যাচে টসের সময় করমর্দন না হওয়ার ঘটনাকে অনেকেই গত এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচের সঙ্গে তুলনা করছেন। সে সময় টস ও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়াকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।

আপনার মূল্যবান মতামত দিন: