odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 30th January 2026, ৩০th January ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৬: পরীক্ষার্থীদের সহায়তায় ইনকিলাব মঞ্চের বহুমুখী উদ্যোগ

ভর্তিচ্ছুদের সহায়তায় রাজপথে ইনকিলাব মঞ্চ! রোডম্যাপ থেকে শুরু করে ন্যায্য ভাড়া নিশ্চিত করতে কুবিতে সরব কর্মীরা

odhikarpatra | প্রকাশিত: ৩০ January ২০২৬ ১৭:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৩০ January ২০২৬ ১৭:৩৩

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা হাজার হাজার পরীক্ষার্থীর ভোগান্তি কমাতে এবং সার্বিক সহযোগিতায় মাঠে নেমেছে ‘ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপনের মাধ্যমে দিনভর এই সেবা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
আয়োজকরা জানান, ইনকিলাব মঞ্চের এই সেবামূলক উদ্যোগের অন্যতম আকর্ষণ ছিল পুরো কুমিল্লা শহরের সকল পরীক্ষা কেন্দ্রের একটি সুবিন্যস্ত রোডম্যাপ।

এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিংয়ের মাধ্যমে সিএনজি ও অটো রিকশার ন্যায্য ভাড়া নিশ্চিত করা হয়, যাতে বহিরাগত কোনো পরীক্ষার্থী অতিরিক্ত ভাড়া আদায়ের শিকার না হন। ক্যাম্পাসে স্থাপিত বুথ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের ব্যবস্থাও রাখা হয়েছিল।

ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হাসান অন্তু বলেন, "আমরা হাদি ভাইয়ের সংগ্রামী জীবনের আদর্শকে ধারণ করি এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই জারি রাখতে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্য থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছুদের জন্য আমরা পানি, খাবার, যাতায়াত ও আবাসনের ব্যবস্থা করেছি।

আমাদের এই টিমওয়ার্ক দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষার পুরোটা সময় মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে।"
উল্লেখ্য, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামীকাল অনুষ্ঠিতব্য অন্যান্য ইউনিটের পরীক্ষায়ও ইনকিলাব মঞ্চের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


প্রতিবেদক: শাহরিয়ার হাসান জুবায়ের



আপনার মূল্যবান মতামত দিন: