odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ : জাতিসংঘ মহাসচিবের নিন্দা

Admin 1 | প্রকাশিত: ৯ March ২০১৭ ২২:৩৩

Admin 1
প্রকাশিত: ৯ March ২০১৭ ২২:৩৩

জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস সোমবার উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা এবং তিনি এ ধরনের উস্কানিমূলক কর্মকা- থেকে বিরত থাকতে পিয়ং ইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।


যুক্তরাষ্ট্রের মুখপাত্র ফারহান ফক এক বিবৃতিতে বলেন, ‘এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লংঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মারাত্মক পরিপন্থী।’
জাতিসংঘ মহাসচিব এ ধরনের উস্কানিমূলক কর্মকা- থেকে উত্তর কোরিয়াকে আবারও বিরত থাকতে এবং পরিপূর্ণভাবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জরুরি বৈঠকে বসবে বলে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: