ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সব বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৮ ০০:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৮ ০০:১৫

পুলিশের হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে সোমবার (০৮ এপ্রিল) থেকে সারাদেশে সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস-পরীক্ষা বর্জন করার কর্মসূচি দিয়েছে আন্দোলনকারী।

আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন রোববার (০৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে রাত ৯টার দিকে পুলিশের ছোঁড়া রাবার বুলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের চোখে লাগে। সিদ্দিক বাংলা বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের লাঠিপেটা ও তাঁদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (০৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে পুলিশ চড়াও হলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের কারণে আন্দোলনকারীরা শাহবাগ থেকে সরে এসে চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন। সেখানে কাঁদানে গ্যাস থেকে রক্ষা পেতে আন্দোলনকারীরা আগুন জ্বালান তারা। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। কয়েকজন আন্দোলনকারী, পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার দুপুর থেকে ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন: